উররএবঙ্গের দিন প্রতিদিন

এই মুহূর্তের খবর ঝলকঃ

অযোধ্যার রাম মন্দির নির্মাণের শুভ অনুষ্ঠানে যাচ্ছে বাংলার  জল্পেশ মন্দিরের মাটি ও জল 




সজল দাশগুপ্ত , জলপাইগুড়ি  , ২৯ জুলাইঃ   জলপাইগুড়ি শহরের অতি প্রাচীন ঐতিহ্য শালী জল্পেশ মন্দিরের থেকে মাটি ও জল যাবে রাম মন্দির নির্মাণের কাজে, আগামী ৫ ই আগস্ট থেকে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হচ্ছে, এই ঘটনা প্রকাশ হওয়ার পর জলপাইগুড়ি জেলা বাঁশি অনেকটা অভিভূত, প্রচুর স্মৃতির সাথে জড়িয়ে আছে জল্পেশ মন্দির, অনেক দূর-দূরান্ত থেকে শ্রাবণ মাসে কত বছর ধরে ভক্তরা আসেন জল্পেশ মন্দিরে বাবা ভোলানাথ এর দর্শন পেতে,সুদূরঅযোধ্যা যাবে জল্পেশ মন্দিরের জল ও মাটি , অযোধ্যা রাম মন্দির নির্মাণের কাজে ব্যবহৃত হবে জলপেশ এর জল ও মাটি। এমনটাই খবর।
জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি শহরের মধ্যে অবস্থিত ঐতিহ্যশালী এই জল্পেশ মন্দির, প্রতিবছর শ্রাবণ মাসে মেলা বসে জল্পেশ মন্দিরের পাশে, প্রচুর ভক্ত সমাগম এই সময়, একমাস ধরে মেলা চলে, কিন্তু এবার করোনা পরিস্থিতির জন্য মেলা হচ্ছে না, তাই ভক্তদের মন এমনিতেই খারাপ, এই খারাপের মধ্যে জল্পেশ মন্দিরে মাটি ও জল দিয়ে অযোধ্যা মন্দির নির্মাণ কাজে ব্যবহৃত হবে এই খবর প্রকাশ পাওয়ার পর ভক্তগণ কিছুটা আনন্দ পাচ্ছেন।

মন্তব্যসমূহ