এই মুহূর্তের খবর ঝলকঃ
পাচারের সময় উদ্ধার প্রচুর বেআইনি মদ ও মাদক , আটক ৩নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৮ জুলাইঃ এই লক ডাউনের সময়ে উত্তরবঙ্গ সমেত সারা রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারকারীরা সক্রিয়। প্রতিদিন কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে এই মাদক। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই পরিমান একটু বেশি। আজ সকালে ১০০ কার্টুন মাদক বাজেয়াপ্ত করলেন নাগরাকাটা পুলিশ। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতরা জেরার মুখে জানিয়েছে ওই একশো কার্টুন মদ তারা নেপালে নিয়ে যাচ্ছিলো।
তারা আরো জানিয়েছে তারা প্রতিমাসে দুবার করে এই মদ পাচার করে আসছে।আর এই পাচারে তাদের সাথে যুক্ত ছিলো হল্যান্ডের এক নাগরিকও।তারা এই মদ পাচার করতো দেশের বাইরেও।বিদেশেও তাদের পাচারকর্মী আছেন বলে জেরাতে জানিয়েছে তারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন