এই মুহূর্তের খবর ঝলকঃ
করোনার সঙ্গে ডেঙ্গুর বিরুদ্ধেও লড়াই শুরু উত্তরবঙ্গে
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৩০ জুলাইঃ একদিকে করোনা সংক্রমণ বেরেই চলেছে। সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। লাগাতার বর্ষায় গোটা শিলিগুড়ি এলাকার নানা জায়গায় জল জমে রয়েছে। আর সেখা নেই জন্মাচ্ছে মশা। সেই মশা নিধনে এবার রাস্তায় নামল পুর কতৃপক্ষ।
শিলিগুড়িতে বেড়ে চলা ডেঙ্গুর প্রকোপ কমাতে , শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে ছড়ানো হল গাপপি মাছ।শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ড সেক্রেটারি বিশ্বময় ঘোষ জানালেন প্রতি সপ্তাহে একবার করে মাছ ছাড়া হবে।এই মাছ মশার উপদ্রব অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করছেন অনেকে।শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে মশার উপদ্রব তাই এই ব্যাবস্থা বলে জানিয়েছেন ১৪ নং ওয়ার্ড কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত।তিনি জানালেন এইভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে ছাড়া হবে গাপপি মাছ যাতে মাছের কারনে কমে যায় মশা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন