এই মুহূর্তের খবর ঝলকঃ
ভারতে পাচারের সময় বাংলাদেশ সীমান্তে উদ্ধার প্রচুর অক্সিমিটার , যার বাজার দর ১৮ লক্ষ টাকা
বিশেষ প্রতিনিধি, কলকাতা, ২৯ জুলাইঃ বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় ধরা পড়ল অক্সিমিটার। সীমান্ত রক্ষী বাহিনীর ১৭৯ নম্বর ব্যাটেলিয়নের তহলদারির সময় ধরা পড়ে এই অক্সিমিটারগুলি। একটি ট্রাকের কেবিনের মধ্যে ,পাঁচটি সাদা ব্যাগের মধ্যে রাখা ছিল এগুলি। এর বাজার দর আনুমানিক ১৮ লক্ষ টাকার মত। আটক করা হয়েছে ট্রাক চালককে। ট্রাক চালকের নাম , জানি বৈদ্য , সে ভারতীয় নাগরিক। পেট্রাপোল সীমান্ত এলাকায় ধরা পড় ট্রাকটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন