সাহিত্যের দিন প্রতিদিন

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা

                        



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।

                                          শাইকু          



                                                       আলোক চিত্রঃ লেখক 


তপন বিরচিত

ভাঙে যদি কাঁচা ঘুম কখনও মধ্যরাতে,
পারো যদি লিখে রেখো ডায়েরির পৃষ্ঠায়
 একজন পুড়ে পুড়ে অলক্ষ্য অলাতে
তোমাকে বেসেছে ভালো অপরিসীম নিষ্ঠায়।

মন্তব্যসমূহ