এই মুহূর্তের খবর ঝলকঃ
মহানন্দার জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে, বসে গেছে ব্রিজ, আতঙ্কিত আশপাশের বাসিন্দারা নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৮ জুলাইঃ বৃষ্টিতে ফুসছে মহানন্দা নদীর জল।তাই আতঙ্কে স্থানীয় মানুষ।শিলিগুড়ির নানা জায়গা থেকে জল বাড়বার খবর আসছে।এর মধ্যে মহানন্দা নদীর জল বিপদ সীমার বাইরে চলে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে।জল বেড়েছে উত্তরবঙ্গের অন্যান্য নদীতেও।জল বাড়ায় নদীর আশেপাশের মানুষদের বলা হয়েছে নদীর আশেপাশে না দাড়াতে। শিলিগুড়ির বিভিন্ন এলাকার মধ্যে সবচাইতে ভয়াবহ অবস্থা মহানন্দা নদীর।নদীর জল এই কদিনে বিপদ সীমার বাইরে চলে যাওয়াতে আতঙ্ক ছড়িয়েছে প্রধাননগর এবং চম্পাসারির বাসিন্দাদের মধ্যে।আতঙ্ক ছড়িয়েছে গুরুঙ্গবসতির বাসিন্দাদের মধ্যেও।শিলিগুড়িতে তিন নং মহানন্দা সেতুর ব্রীজ ধসে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই।রাসতা প্রায় অর্ধেক হয়ে যাওয়ায় আরো দুর্ভোগ বাড়ছে মানুষের মনে।
প্রসঙ্গতঃ আজ ভোরে মাল্বাযারের কাছে , শিলিগুড়ি আসার পথে জুরান্তি ব্রিজ একাংশ ভেঙ্গে একটি কলা ভর্তি গাড়ি পড়ে গেলে , গাড়ির চালক ও খালাসি মারা গেছেন। ফলে ক্ষতিগ্রস্ত ব্রিজ নিয়ে আতকিতা সবাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন