উত্তরবঙ্গের দিন প্রতিদিন

এই মুহূর্তের খবর ঝলকঃ
মসজিদে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ পড়তে অনুরোধ প্রশাসনের 



নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি , ৩০ জুলাইঃ আগামী ১ অগাস্ট ঈদ। অন্য দিকে করোনা সংক্রমণের বাড়াবাড়ি। চলছে সাধারণ লক ডাউন। যে করেই হোক ভাঙ্গতে হবে করোনা সংক্রমণ শৃঙ্খল। বাচাতে হবে সমগ্র জাতিকে। তাই মানুষকে প্রশাসন যেমন সচেতন করছে , আবার কড়া হাতে কমপ্লিট লক ডাউন মানতে বাধ্য করছে। একটাই উদ্দেশ্য, করোনার সংক্রমণ ছড়াতে না দেওয়া।
আসন্ন ইদ-দুল-জোহার উৎসব উপলক্ষে ঝঙ্কার মোড়ের কাছে কারবালা মসজিদে মিটিং। প্রশাসন বাড়িতে নামাজ পড়তে এবং মসজিদে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছে।এছারাও যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ দৃষ্টি রাখবে প্রশাসন। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।দুদিন আগে এবং দুদিন পরে এই ব্যাবস্থা চালু করবে প্রশাসন।

মন্তব্যসমূহ