এই মুহূর্তের খবর ঝলকঃ
প্রবল বর্ষণের ফলে ধসের কারণে বিচ্ছিন্ন দার্জিলিং , কালিম্পংনিজস্ব প্রতিনিধি , কালিম্পং , ২৮ জুলাইঃ প্রবল বৃষ্টিতে ধস পাহাড়ে।দার্জির্লিং কালিম্পং এবং কার্শিয়াং এ ধস নামবার খবর পাওয়া গেছে।দার্জিলিং এর বিভিন্ন জায়গাতে ধস নামবার খবর পাওয়া গেছে।এছারাও দুধিয়াতেও ধস নেমেছে বলে খবর পাওয়া গেছে।ধস নেমেছে সিকিম এরও বিভিন্ন জায়গায় ধস নামবার খবর পাওয়া গেছে।এছারা ধস নেমেছে সেবকের বিভিন্ন এলাকাতেও।ধসে পাহাড়ের জনজীবন সম্পুর্ন বিপর্যসত বলে খবর পাওয়া গেছে।গ্যাংটকের বিভিন্ন জায়গাতে গতকাল ধসে আটকে যায় বহু মালগাড়ী।এই সব মালবাহী গাড়ি আটকে যাওয়াতে পাহাড়ের খাদ্যসরবরাহও বিঘ্ন ঘটে যাচ্ছে।একদিকে লকডাউন অন্যদিকে ধস সবমিলিয়ে পাহাড়ি এলাকায় সব্রকমের পরিষেবা সম্পুর্ন বিপর্যস্ত হয়ে গেছে।পাহাড়ে ধস নামায় সমতল থেকে কোন মালবাহী গাড়ি পাহাড়ে উঠতে পারছে না। তেমনি উল্টো দিক থেকেও যোগাযোগ করা যাচ্ছে না কোন ভাবে। এদিকে প্রবল বর্ষণ চলছে, সেই পরিস্তিতিতে ধসের মাটি - পাথর সরিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু করতে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে প্রশাসন কে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন