এই মুহূর্তের খবর ঝলকঃ
উত্তরবঙ্গের আরেক বাম নেতা করোনায় আক্রান্ত
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি, ৩১ জুলাইঃ অশোক ভট্টাচার্য , মুকুল সেনগুপ্তর পর বামফ্রন্টের আরেক বিশিষ্ট নেতা ও শিলিগুড়ি পৌর কর্পোরেশন অন্যতম সদস্য মাননীয় ডক্টর শংকর ঘোষ করোনা তে আক্রান্ত হলেন , বেশ কিছুদিন ধরেই তার শরীর খারাপ ছিল, তাই তিনি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের আসছিলেন না, তার সব টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে, এই খবর প্রকাশ পাওয়ার পরই বামফ্রন্ট মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, করোনা আবার শুরু হওয়ার পর থেকেই দাপটের সাথে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে শংকর ঘোষ করোনা আক্রান্তদের পাশে যেমন গিয়ে দাড়াচ্ছিলেন , তেমনি করোনার বিরুদ্ধে মানুস্কে সচেতন করছিলেন, সাথে স্যানিটাইজেসন সমেত নানা কাজ করে করোনার সাথে যুদ্ধ করছিলেন, সাধারণ মানুষের পাশে নিজের সাধ্যের বাইরে গিয়ে দাঁড়িয়েছেন শংকর ঘোষ, তার এই অসুস্থতা শিলিগুড়িতে বেশ একটা করোনা যুদ্ধের ক্ষেত্রে আঘাত বলে মনে করছেন অনেকেই । তাই গোট শিলিগুড়ি তার আরোগ্য কামনা করছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন