কলকাতার দিন প্রতিদিন

এই মুহূর্তের সংবাদ ঝালক
পয়লা জুলাই রাস্তায় বাস না নামলে সরকার সব বাস নিয়ে নিজে চালাবে -হুঁশিয়ারি মমতার


বিশেষ প্রতিনিধি, কলকাতা, ৩০জুনঃ অনেক আবেদন নিবেদন লিপি সরকার করেছে। মানুষের পকেট না কেটে এই সংকটের মুহূর্তে সরকার নিজে থেকে ভর্তুকি দেবার কথা বলেছে। তা সত্ত্বেও বেসরকারি বাস সংগঠনের এই ইগোর লড়াই বন্ধ করুন। যদি পয়লা জুলাই থেকে বেসরকারি বাস রাস্তায় না নামে , তাহলে সরকার কড়া পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। বাস মালিকদের উদ্দেশ্যে আজ এরকমই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন প্রয়োজনে সমস্ত বেসরকারি বাস সরকার নিয়ে নেবে। এই ক্ষেত্রে মহামারী আইন প্রয়োগ করতে বাধ্য হবে সরকার। এই বাস প্রশাসন নিজের চালক দিয়ে চালাবে। সরকার স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আগামীকাল থেকে শুরু হচ্ছে আনলক-২ । সেদিকে লক্ষ্য রেখে সরকার মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবার। এর সঙ্গে করোনার সাথে লড়াই করে জিততে চায় সরকার। 
বাস প্রসঙ্গে, সরকারের তরফ থেকে বাস প্রতি ১৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা হয়েছিল। এছাড়াও বাসকর্মীদের জন্য ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা ঘোষণা করেছিল সরকার। তা সত্ত্বেও বাস মালিকরা সরকারের এই প্রস্তাব মেনে নেয়নি। তারা এখনো অনড় বাস ভাড়া বাড়িয়ে বাস চালাবার। সরকার চায়না বাস ভাড়া বাড়ুক।

মন্তব্যসমূহ