উত্তরবঙ্গের দিন প্রতিদিন

খবর ঝলক এই মুহূর্তে 

পেট্রোপন্যের মুল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদ বাম যুব সংঠনের

                   

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি,২৯জুনঃ উত্তরবঙ্গের বামেদের যুবশাখা এক অভিনব আন্দোলন করল। এতদিন সবাই থালা হাতে, লাঙ্গল কাধে, কলসি কাঁখে আন্দোলন দেখেছেন কিন্তু গাড়ি কাধে করে আন্দোলন। এটা বোধহয় দেশে প্রথম। বেশ কয়েকদিন ধরেই পেট্রোপণ্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার বামেরা। ইতিমধ্যেই বাম নেতৃত্বের যুব সংগঠন কলকাতায় এই প্রতিবাদ জানিয়েছে । সাইকেল মিছিল করে তারা যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে ঢাকুরিয়া ইন্ডিয়ান অয়েলের দফতর পর্যন্ত সেই মিছিল আসে। সেই মিছিলে সাইকেল চালিয়ে অংশ নেন , বাম বিধায়ক সুজন চক্রবর্তী। সেদিন এই উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি বলেছিলেন , যুব সংগঠন ও মহিলা সংগঠন লাগাতার আন্দোলন চালিয়ে যাবে সারা রাজ্য জুড়ে। তারি অংশ হিসাবে এভাবেই গোটা স্কুটি কাধে করে পেট্রোপণ্যের ক্রমাগত মুল্যবৃদ্ধির প্রতিবাদ জানালো জলপাইগুড়ি বামেদের যুব শাখা। 

মন্তব্যসমূহ