মেদিনীপুরের দিন প্রতিদিন

মেদিনীপুরের এই মুহূর্তের ঝলক ঃ

সব জায়গায় রাজনীতি করা যায় না - ভারতী ঘোষ 


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর , ২৯ জুনঃ সামনে ভোট যুদ্ধ। সব দলের পাখীর চোখ ২০২১  এর বিধান সভার নির্বাচন। সবাই যে যার মত করে ঘুঁটি সাজাতেই ব্যস্ত। আচারে বা আচরণে সব রাজনৈতিক ব্যাক্তিত্বরাই এই ছকের বাইরে যাচ্ছেন না । ফলে সে কোন শোক জ্ঞ্যাপন করার স্থান হোক বা কোন ধর্মীয় অনুষ্ঠান , কোন জায়গাতেই তারা রাজনৈতিক বক্তব্য আকারে ইঙ্গিতে ঠিক বলেও ফেলছেন। এটাকে প্রচ্ছন্ন রাজনীতি বলেও মনে করছেন রাজনৈতিক মহল। গত রবিবার এই প্রচ্ছন্ন রাজনীতির বিরুদ্ধে মুখ খুললেন এক সময়ে শাসকদলের ঘনিষ্ঠ পুলিশ প্রশাসক ও আজকের ডাক সাইটে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি গতকাল গিয়েছিলেন সবং এর শহিদ শ্যামল দে কে শেষ শ্রদ্ধা জানাতে । সেখানে শাসক দলের পক্ষ থেকে গিয়েছিলেন অনেকেই , সাংসদ দেব, সাংসদ মানস ভুঁইয়া , বিধায়িকা গীতা ভুঁইয়া সমেত অনেকেই। ওই শোকজ্ঞ্যাপন অনুষ্ঠান থেকে বেরিয়ে এসেই বিস্ফোরক হয়ে ওঠেন ভারতী। তিনি আক্রমণ করেন মানস ভুঁইয়াকে। বলেন , সবং এর সিংপুর এর শহিদ শ্যামল দে'কে শ্রদ্ধা জানাবার জায়গাটা রাজনীতি করবার জায়গা নয়। অথচ মানস ভুঁইয়া সেই জায়গাটাকেই রাজনীতির মঞ্চ বানিয়ে ছাড়লেন। তিনি জায়গাটাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম প্রচারের মঞ্চ বানিয়ে ছাড়লেন। তিনি যতবার মুখ্যমন্ত্রীর নাম বলেছেন , ততবার তিনি বীর শহিদের নাম বলেন নি। তিনি শহিদের সম্পর্কে দু- একটি কথা বলার চেয়ে প্রশাসনিক কর্তাদের কথা বলতেই ব্যস্ত । ভারতী আরো উত্তেজিত হয়ে বলেন,  তিনি নিজে পায়ে হেটে শহিদ শ্যামলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মানস ভুঁইয়াকে দেখে কি মনে হয়েছে  উনি শ্রদ্ধা জানাতে এসেছেন। 
এই চাপান উতোর নিয়ে রাজনৈতিক মঞ্চ সরগরম। তবে মানস ভুঁইয়া এর প্রতুত্তর খুব সংক্ষেপে দিয়েছেন। বলেছেন যে , ভারতী নিজেই রাজনীতি করতে এসেছিলেন। তিনি নন। 

মন্তব্যসমূহ