এই মুহূর্তের খবর ঝলক
শিলিগুড়িতে পালিত হল বঙ্কিম জন্মোৎসব
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি,২৯ জুনঃ গতকাল সন্ধ্যায় শিলিগুড়িতে পালিত হল সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৩ তম জন্মবার্ষিকী।উত্তরবঙ্গ থ্যালাসিমিয়া বিকলাঙ্গ সেবা সংস্থা প্রতিবছরের মতো আজও এই দিনটি নজরুল সরনী আশ্রমপাড়া পালন করা হয়।প্রথমে প্রদীপ ও মোমবাতি জ্বালান বিশিষ্ট চিকিৎসক শীর্ষেন্দু পাল বিশিষ্ট সমাজ সেবিকা চৈতালি ব্যানার্জি, বিদ্যাপতি তিওয়ারি ও বিমল কৃষ্ণ বণিক, সমাজসেবী গৌতম, সমাজসেবী কৃষ্ণেন্দু দাস, নর্থ বেঙ্গল সিনেমার পক্ষ থেকে সঞ্জয় বর্মন, সমাজসেবী বালেশ্বর রজক ও বিশিষ্ট ব্যবসায়ী চন্দন রুদ্র।
সকলে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডক্টর সুশান্ত পাল বন্দেমাতরম সংগীতের উপরে বক্তব্য রাখেন।কৃষ্ণেন্দু দাস তার সাহিত্যের উপরে বক্তব্য রাখেন। বাল্য কর্মজীবন সাহিত্যের উপরে আলোক পাত করেন বিমল কৃষ্ণ বণিক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন