কলকাতার দিন প্রতিদিন

খবরের ঝলক এই মুহূর্তে 


চাকরি ছেড়ে অভিনব প্রতিবাদ চিনের বিরুদ্ধে

 

নিজস্ব সংবাদদাতা,  কলকাতা , ২৯ জুনঃ সম্প্রতি এক অভিনব প্রতিবাদ জানালো একদল তরুন,তরুনি। বেহালায় হওয়া এই প্রতিবাদ তারা উগড়ে দেয় ভারতের বিরুদ্ধে চিনের আগ্রাসনের বিরুদ্ধে। এখন যখন যুবক বা যুবতীদের কাছে একটা চাকরি পাবার জন্য হাহাকার। সেই সময়ে , চিনের আকরমণে ভারতীয় জওয়ানদের শহিদ হয়াকে তারা মেনে নিতে পারেনি। তাই তারা সবাই চিন থেকে নিয়ন্ত্রিত একটি খাবারের ডেলিভারি সংস্থার চাকরি ছেড়ে দিয়ে অভিনব প্রতিবাদ জানাল। ডায়মন্ড হারবার রোডে এই প্রতিবাদে তারা নিজেদের ইউনিফর্ম খুলে , তাতে আগুন জ্বালিয়ে দেয়। সেটা জ্বালানো হয় বীর ২০ জন শহিদের ছবির সামনে। 

মন্তব্যসমূহ