সাহিত্যের দিন প্রতিদিন




আমাদের নিয়মিত সাহিত্য সাধনা 




বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।


                                       শাইকু 







তপন বিরচিত

শরীরে ছন্দ তুলে যে-জন আসছে হেঁটে ধীরে 
 তাকে চিনে নিতে হয় না তো ভুল
একমুখ ফুটি-ফুটি হাসি নিয়ে যখনই এসেছ
মরুভূমিপথে ফোটে জুঁই ফুল।

মন্তব্যসমূহ