কলকাতার দিন প্রতিদিন

এই মুহূর্তের সংবাদ ঝলক ঃ 
করোনা ও ডেঙ্গুর আতঙ্ক দূর করতে নিজের কেন্দ্রের মানুষের কাছে  শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 


নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৮ জুনঃ 
বেহালায় করোনার সংক্রমণ বাড়ছে। বেড়েছে মৃত্যু। বর্ষা শুরু হতেই , আর এক আতঙ্ক বেহালা বাসীর মনে এসেছে, সেটা হল জল জমার সমস্যা। কয়েকদিন আগে বেহালার নিকাশী খালগুলির অবস্থা সরেজমিনে দেখতে গিয়েছিলেন। আর নিজের উদ্যোগেই খাল সংস্কার করে নিকাশি ব্যবস্থাকে আরো উন্নত করার চেষ্টা করেছেন। 
করোনার থাবা তো রয়েইছে। এর পিছনে তাড়া করে আসছে ডেঙ্গুর থাবা। নিজের কেন্দ্র , বেহালা পশ্চিমের মানুষেরা যাতে সুস্থ থাকেন , সেই উদ্দেশ্যে প্রায় রোজ তিনি ,তার কেন্দ্রের মানুষদের কাছে পৌঁছে যাচ্ছেন, তাদের অসুবিধার কথা শুনছেন । আর সেই সমাধানের চেষ্টা করছেন। 
 আজ বেহালা পশ্চিমের বিধায়ক  ও  রাজ্যের শিক্ষামন্ত্রী, ডঃ পার্থ চট্টোপাধ্যায়  বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের খোঁজ খবর নিলেন এবং তাদের সাথে কথা বলে জানলেন তাদের সুবিধা অসুবিধার কথা।

মন্তব্যসমূহ