কলকাতার দিন প্রতিদিন

খবরের ঝলক

করোনা পরিস্থিতি দেখতে এলাকা ঘুরছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়



নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৩০ জুনঃ রাজ্যের শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে নিজের বিধান সভা কেন্দ্র , বেহালা পশ্চিমের বিভিন্ন অঞ্চল ঘুরে মানুষের শরীর ও স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। মুলতঃ তিনি তার বিধান্সভা কেন্দ্রে করোনা পরিস্তিতি কেমন সঙ্গে ডেঙ্গুর পরিস্তিতি কেমন , সেই সম্পর্কেই খোঁজ নিচ্ছেন বেশি। এবছর বছরের শুরু থেকেই তিন বেশ জোর দিয়েছেন তার কেন্দ্রে মানুষ যেন বর্ষায় কষ্ট না পায়। তাই তিনি বর্ষা শুরুর আগেই  মুল নিকাশি দুটি খাল, চড়িয়াল ও মনিখালি  খালের ড্রেজিং করিয়েছেন। এছাড়াও ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থাকেও ঢেলে সাজিয়েছেন। তবুও যদি কোথাও মানুষ ,কোন রকমের অসুবিধায় পড়েন সেদিকে লক্ষ্য রাখতেই তিনি এলাকা ঘুরে দেখছেন। গতকাল তিনি ঘুরলেন কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা।

মন্তব্যসমূহ