উত্তরবঙ্গের দিন প্রতিদিন

উত্তরবঙ্গের এই মুহূর্তের খবর ঝলক


লক ডাউনে অসহায় শিল্পীদের পাশে 
 ভারতীয় গণনাট্য সংঘ

            
 
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২৯ জুনঃ 
উত্তরবঙ্গে করোনার থাবা ভয়ংকর রকম ভাবে আঘাত হেনেছে।  লক ডাউন এ কড়াকড়িও বেশ কঠিন ভাবে চাপিয়ে দেওয়া হচ্এছে মানুষের ওপর। একে একে  বন্ধ করে দেওয়া হয়েছে বাজার। নানা পেশার মানুষ আজ কর্মহীন। রজের খাবার যোগাড় করাটাই এখন সেই সব মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ। মানুষ গৃহবন্দি অবস্থায় কি করবেন আর কি করবেন না সেটাই বুঝে উঠতে পারছেন না। এক দুঃসহ পরিস্তিতির মধ্যে দিয়ে চলছে গৃহবন্দি মানুষজনের। 
জলপাইগুড়িতে করোনা ভাইরাস সংক্রমণে যখন নানা পেশার মানুষ গৃহবন্দী , তখন ভারতীয় গণনাট্য সঙ্ঘ ,জলপাইগুড়ি সদর শাখার পক্ষ থেকে "মানুষ মানুষের জন্য" এই ভাবনাকে পাথেয় করে কর্মহীন হয়ে পড়া জলপাইগুড়ি শহরের শব্দ-আলোকশিল্পী ও কলা-কুশলীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় রবিবার । এদিন সকালে জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ায় অবস্থিত সংগঠনের মহড়া কক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রসূন দাশগুপ্ত, সঙ্গীত শিল্পী সুপর্ণা দাশগুপ্ত, নাট্যশিল্পী সমর দেব, দীপঙ্কর রায়, সমীর চক্রবর্তী, শুভেন্দু সাহা, জহর প্রামানিক প্রমূখ। এদিন মুসুর ডাল, সরিষার তেল, চিনি, চিড়ে , লবন, হ্যান্ডওয়াশ, বিস্কুট, পাপর ইত্যাদি তুলে দেওয়া হয় শিল্পীদের হাতে ।

মন্তব্যসমূহ