সাহিত্যের দিন প্রতিদিন

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা 




বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।


                                       শাইকু 


তপন বিরচিত

নিঃসীম চরাচরে
কুসুম-ফেটানো ভোরে
   ভেসে আসে অপরূপ রাগ
স্নান করে এলোচুলে
পার্থিব সব ভুলে
   একমনে গাইছে বেহাগ;

রোদ যেই নিবে আসে
নিঃশব্দ উচ্ছ্বাসে
  কার সুরে হই অন্যমন
আঁখিপক্ষ্ম নিমীলিত
বাহ্যজ্ঞান বিস্মৃত
  একা বসে গাইছ ইমন।

মন্তব্যসমূহ