কলকাতার দিন প্রতিদিন

এই মুহূর্তের সংবাদ ঝলক
করোনার প্রভাবে ক্ষতির মুখে কলকাতার উড়ান ব্যবস্থা 



সুজাতা ঘোষ , কলকাতা , ৩০ জুনঃ করোনার কারণে ধাক্কা খেলো  উড়ান পরিষেবায়। কলকাতায় তার প্রভাব দিনে দিনে বাড়ছে। ফলে বাড়ছে ক্ষতির পরিমাণ। এই পরিস্থিতিতে১২৩ কোটি টাকার লোকসান হলো  , ভারত থেকে বন্ধ করে দিল মালেশিয়া উড়ান সংস্থা  ,এয়ার এশিয়া। দীর্ঘদিন লকডাউন কাটিয়ে গত ২৮ শে মে থেকে কলকাতায় চালু হয়েছে আন্তঃদেশীয় উড়ান। প্রথমে দশটি উড়ান দিয়ে চালু হয় পরিষেবা। ধীরে ধীরে সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিদিন কলকাতা থেকে উড়ানের সংখ্যা ৬১। অনেকটাই এগিয়ে দিল্লি ও মুম্বাই। দিল্লি সংখ্যা ১৪০। আর মুম্বাই থেকে ১৫০।উড়ান বাতিল এর বাকি দুটি জায়গার থেকে কলকাতার সংখ্যা অনেক বেশি। করোনার জেরে দীর্ঘ লকডাউন। তারপর আনলক ওয়ান এ কলকাতা থেকে উড়ান চালাতে গিয়ে অনেকটাই ক্ষতির মুখে বিমান সংস্থা আন্তঃদেশীয় পরিষেবা। কলকাতা থেকে সবচেয়ে বেশি বিমান চালায় স্প্রাইট জেড, ইন্ডিগো। এই দুইটি সংস্থায় এখন প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বাড়ি ফেরার জন্য উড়ান এর সাহায্য নিচ্ছেন পরিযায়ী শ্রমিকরাও। কিছু আংশিক মানুষ কলকাতাতেও ফিরেছে। কিন্তু কলকাতা থেকে কেউ বাইরে আর যাচ্ছে না। কপোরেট যাতায়াত বন্ধ থাকায় বেড়েছে ক্ষতির পরিমাণ। এই পরিস্থিতির জন্যই বাড়ছে মালয়েশিয়া বিমানসংস্থা এয়ার এশিয়া ব্যবসা বন্ধ করার ইঙ্গিত। টাটার হাত ধরে সাত বছর আগে সস্তার উড়ান পরিষেবা দিতে ভারতে এসেছিল এয়ার এশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়া বাকি জায়গায় চালু রাখলেও জাপান ও ভারতে তাদের ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে ১২৩ কোটি টাকা তাদের ক্ষতি হয়েছে বলে জানা যায়। এর থেকেই বোঝা যায় ভারতবর্ষে তথা কলকাতায় বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে উড়ান ব্যবস্থাতেও এই করোনা ভাইরাসের জন্য।

মন্তব্যসমূহ