এই মুহূর্তের খবর ঝলক
উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার ইংরেজ বাজারে
মালদা,২৮ জুন: উপসর্গ নেই এমন করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন সেন্টার করা হলো ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকায়।বাগবাড়ি এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রটি আজ থেকে আইসোলেশন সেন্টার হিসাবে কাজ করবে।পরিকাঠামো খতিয়ে দেখলেন সদর মহকুমা শাসক সুরেশ রানো ও ইংরেজ বাজার পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর সদস্যরা।প্রসঙ্গত জেলাজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
বাদ নেই ইংরেজ বাজার শহরও।পুলিশ কর্মী, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।সদর মহকুমা শাসক সুরেশ রানো বলেন, করোনা আক্রান্ত যাদের উপসর্গ রয়েছে তাদের কোভিড হাসপাতালে চিকিৎসা হবে। কিন্তু উপসর্গহীন যে সমস্ত রোগী রয়েছেন তাদের চিকিৎসা করা হবে আইসোলেশন ওয়ার্ডে রেখে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন