রাজ্যের দিন প্রতিদিন


খবর ঝলক ঃ 


পেট্রোপণ্য  মূল্যবৃদ্ধি  নিয়ে লাগাতার আন্দোলনে অধীর চৌধুরী ও বামেরা  




  
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ও মুর্শিদাবাদ,৩০ জুনঃ 
পেট্রপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে গত কয়েদিন ধরে আন্দোলনের পথে বাম ও কংগ্রেস দল। কলকাতা থেকে শিলিগুড়ি, বীরভুম থেকে মুরশিদাবাদে এই আন্দোলন এক অন্য চেহারা নিয়েছে। কলকাতায় রাজ্যের বামেদের জেলা নেতৃত্ব যখন রাজপথে নেমে প্রতিবাদ করছেন ,পাশাপাশি কংগ্রেসের সংসদীয় কমিটির মাথা অধীর চৌধুরী , মুর্শিদাবাদের ,বহরমপুরে পথে নামলেন। গতকাল এক বিশাল পেট্রোপণ্য মুল্যবৃদ্ধির প্রতিবাদে র‍্যালী করেন। 
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করলো বাম-কংগ্রেস যৌথভাবে। তাদের দাবি, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতির ফলে পেট্রোল-ডিজেলের  মূল্য আকাশছোঁয়া। দিশাহীন সরকারের সহায়তায় সাধারণ মানুষ দিশেহারা। অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমানো সহ করোনা এবং পুরসভা নিয়ে কয়েকদফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি এদিন জলপাইগুড়ি জেলাশাসককে দেওয়া হয় বাম কংগ্রেসের তরফে। উপস্থিত ছিলেন সলিল আচার্য, গোবিন্দ রায়, নির্মল ঘোষ দস্তিদার, পিনাকী সেনগুপ্ত সহ অন্যান্যরা। 

মন্তব্যসমূহ