কলকাতার দিন প্রতিদিন

 এই মুহূর্তের সংবাদ ঝলক 

কলকাতায় মেট্রো চালু হলেও সাধারণ যাত্রীদের  কি  স্থান নেই  সেখানে ?


নিজস্ব প্রতিনিধি , কলকাতা ,৩০জুনঃ আজ শেষ হচ্ছে আনলক ১ এর মেয়াদ। ১লা জুলাই থেকে শুরু হচ্ছে আন লক ২ এর মেয়াদ। তাতেও বেশ কিছু বিধি নিষেধ থাকছে। ১লা জুলাই থেকে কলকাতার লাইফ লাইন যাতে সচল হয়ে ওঠে তার সব রকম চেষ্টা চালিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বেসরকারি বাস পিছু ক্ষতিপুরণ বাবদ একটা ভর্তুকি দেবেন বলেছিলেন, বাসের শ্রমিকদের জন্য স্বাস্থ্যবীমা করে দেবেন বলেছিলেন। তাতেও মন গলেনি বাস মালিকদের। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর মানবিক প্রচেষ্টাকে দূরে সরিয়ে দিয়ে নিজেদের দাবিতে অনড় রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন এই লক ডাউন পরিস্তিতিতে বাসের ভাড়া যেন না বাড়ানো হয়। সেই অনুরোধে কর্ণপাত করেনি বাস সংগঠন গুলি। তারা ভর্তুকি না নিয়ে বাস ভাড়া বাড়াবার পক্ষেই রয়েছেন। ফলে সাধারণ মানুষ সোমবার থেকেই ভয়ংকর অসুবিধার সামনে পড়েছেন। কেননা অনেক অফিস ইতিমধ্যেই চালু হয়ে গেছে। এদিকে মুখ্যমন্ত্রীর অনুরোধ ছিল মেট্রো রেল পরিষেবা চালু করার। গত ২৯ জানুয়ারী একটি সভাও হয় মেট্রো কতৃপক্ষের সঙ্গে। তারা বলেন যে কোন মুহ্রতে তারা চালু করতেই পারেন। তবে যাত্রী নিরাপত্তার দিকটাও দেখতে হবে। তারা এই আশ্বাস দেন যে সবাই মেট্রো ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র জরুরী পরিষেবার কাজে নিযুক্ত ব্যক্তিরাই ব্যবহার করতে পারবেন। এই শর্তে তারা কিছু মেট্রো পরিষেবা দিতে পারেন। কিন্তু সাধারণ যাত্রীদের জন্য এই মুহূর্তে যাত্রী পরিষেবা দিতে পারবেন না। তাও ১২ অগাস্টের পর। এদিকে একটি সুত্র জানাচ্ছে যে রাজ্য সরকার জরুরী কাজে নিযুক্তদের জন্য যাতে মেট্রো তাড়াতাড়ি চালু করা যায়, সেই অনুরোধ জানিয়ে একটি চিঠি দিচ্ছে  মেট্রো  রেল কতৃপক্ষকে। 
অন্যদিকে ওপর একটি সুত্র জানাচ্ছে , যে বাস সংগঠনের এই অনড় মনোভাবের ক্ষেত্রে সরকারি কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। যদি বাস সংগঠন না মানে সরকারি অনুরোধ, তবে সেই ক্ষেত্রেই এই পদক্ষেপ নেওয়া হবে।  

মন্তব্যসমূহ