উত্তরবঙ্গের দিন প্রতিদিন

করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে শিলিগুড়িতে ,চিন্তিত প্রশাসন 




নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৩০ জুনঃ 
শিলিগুড়িতে প্রতিদিন করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।আগে শিলিগুড়িতে করো না সংক্রমণ কিছু ওয়ার্ড ভিত্তিক ছিল । বর্তমানে পুরো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের  সব ওয়ার্ড গুলিতে  ছড়িয়েছে এই সংক্রমণ । সবচেয়ে খারাপ পরিস্থিতি ওয়ার্ড নাম্বার ছেচল্লিশের । প্রতিদিন যেভাবে ওই ওয়ার্ডে কররোনা  সংক্রমণ বাড়ছে,, তাতে প্রশাসনের যথেষ্ঠ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।পর্যটন মন্ত্রী গৌতম দেব এর, ওয়ার্ডে প্রতিদিন, প্রায় করোনা সংক্রমনের হদিস পাওয়া যাচ্ছে।আজ সোমবার থেকে শিলিগুড়ির বেশ কয়েকটি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই প্রায় সব কটি বাজার বন্ধ করেছে প্রসাসন।বেশ কিছু রাস্তাও বন্ধ । তবুও    কমছে না  করোনা  সংক্রমণ।    এই অবস্থা দেখে   শিলিগুড়িতে কেউ কেউ বলেছেন গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । তবে চিকিৎসকরা এই কথাকে উড়িয়ে দিয়েছেন। শিলিগুড়িতে  গতকাল সংক্রমণ ছিল .৩৫ জন,, আজ শিলিগুড়িতে মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় মিলেছে করোনার হদিশ ২৭ জনের দেহে ।তাই গোটা শিলিগুড়ি ধরে চলছে স্যানিটাইজেসনের কাজ।  

মন্তব্যসমূহ