এক ঝলকে মেদিনীপুর সফর
মেদিনীপুরে করোনা মুক্ত
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, ৩১মে: শেষ ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর জেলায় করোনা মুক্ত হয়েছেন আরও ৮ জন। রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন রিপোর্ট অনুযায়ী এই তথ্য দেওয়া রয়েছে। বুলেটিন রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা মুক্ত হয়েছেন ৭ জন। অপরদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় করোনা মুক্ত হয়েছেন ১ জন। এনিয়ে মোট দুই মেদিনীপুর জেলায় শেষ ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৮ জন। যার ফলে কিছুটা স্বস্তি পেল দুই জেলার দুই অধিবাসীরা।
মেদিনীপুরের গেরুয়া শিবিরে ভাঙ্গন
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর,৩১ মে: করোনা আবহে ফের গেরুয়া শিবিরে ভাঙ্গন। রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের সাতপাটি অঞ্চলের সাতপাটি এলাকায়। ওই এলাকার শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ। এছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বুলবুল হাজরা সহ অন্যান্যরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন