মালদার দিন প্রতিদিন





মালদায় ঘরে ফিরল পরিযায়ী শ্রমিকরা


পরিযায়ী শ্রমিক ফিরল আপন ঘরে 

গোপাল মৈত্র, মালদা, ২৮মেঃরাজ্যে  ফিরলো শ্রমিকক স্পেশাল ট্রেন। আজ সকাল থেকেই কম বেশি ৪-৫ টি ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মালদা স্টেশন পৌঁছায়। শ্রমিকদের মধ্যে বেশিরভাগই মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন বলে জানা যায়। মালদা টাউন স্টেশনে ট্রেন থেকে নেমেই পুলিশি তৎপরতায় সামাজিক দূরত্ব বজায় রেখে  জেলা অনুযায়ী নির্দিষ্ট সারিতে নিজের নাম ঠিকানা নথিভুক্ত করানো হয় শ্রমিকদের । স্টেশনের বাইরে মেডিক্যাল টেস্ট করিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রিয় পরিবহন সংস্থার গাড়িতে করে নিজ নিজ জেলাতে পাঠানো হয় তাদের। প্রশাসনিক সূত্রে খবর আপাতাত কোয়ারেন্টাইন সেন্টারে তাদের রাখা হবে।গত ২৬ তারিখে রওনা দেয় এই ট্রেন।  মালদায় আজ করোনা সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখেও মালদা ও উত্তর দিনাজপুরে কোরোনা সংক্রমনের উদ্বেগ প্রকাশ করতে শোনা যায়। যেখানে মালদায় আজ করোনা সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে এবং পর্যাপ্ত কোয়ারেন্টাইন সেন্টার নেই মালদায় সেখানে এত পরিযায়ী শ্রমিক একসাথে ফিরলে স্বাভাবিকভাবেই সংক্রমণের আশঙ্কা থেকে যায় বলেই মনে করছেন অনেকে। ইতিমধ্যে ৪-৫ টি ট্রেন  মালদা টাউন স্টেশনে এসে পৌঁছালেও মোট ১৯ টি ট্রেন মালদা স্টেশনে আসবে বলে মালদা রেলওয়ে সূত্রে খবর। পরিযায়ী শ্রমিকদের অনেকেই করোনা আক্রান্ত আর যেখানে মহারাষ্ট্রে সংক্রমণ ও মৃতের হার  সব রাজ্যের থেকে বেশী সেখানে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ব্যতীত এত এত পরিযায়ী শ্রমিকদের একসাথে ফেরানো কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে।তবে সংক্রমণের আশঙ্কা কিছুতেই পিছা ছাড়ছেনা মালদাবাসির একথা অনস্বীকার্য।

মন্তব্যসমূহ