উত্তরবঙ্গের দিন প্রতিদিন

সুরক্ষিত সেলুন


শিলিগুড়ি, ৩১মেঃ লক ডাউনের ফলে সমস্যায় সেলুন গুলি। এখন কিছু ছাড় মিলেছে। সেলুন খুলতে হবে কিন্তুু বিধিনিষেধ মেনে।  রবিবার শহরের বিভিন্ন সেলুনেই কম বেশী ভিড় ছিল।তবে অধিকাংশ সেলুনের কর্মীরাই যথেষ্ট সতর্ক। সামাজিক দূরত্ব বজায় রাখতে বহু দোকানেই ভিড় করতে বারণ করা হয়। শুধু তাই নয়, সেলুনে ঢোকার আগে সকলের হাতে স্যানিটাইজার দেওয়া হয়। বহু জায়গায় থার্মাল স্ক্রিনিংয়ের পরই সেলুনে ঢোকেন সকলে।

রবীন্দ্রনগরের এক সেলুনের কর্মী অর্জুন দাস জানান, করোনার জন্য সকলকেই সুরক্ষিত থাকতে হবে। তার জন্য যা যা করণীয় সেলুনে সেসব করা হচ্ছে। স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি পিপিই, গ্লাভস ব্যবহার করা হচ্ছে।

মন্তব্যসমূহ