উত্তরবঙ্গের দিন প্রতিদিন

খবর এক ঝলকে


বাড়ি ফেরার পথে পরিযায়ীর মৃত্যু



বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশের ইটওয়াতে ট্রেনেই প্রাণ হারানো এক মহিলা শ্রমিকের দেহ ফিরল উত্তরবঙ্গে ।মৃত মহিলা শ্রমিকের  নাম কৃতী শেরপা।তিনি কালিম্পং এর আলগারার বাসিন্দা।শুক্রবার তার মৃতদেহ আনা হয় উত্তরপ্রদেশ থেকে।


রাস্তার খাবারের রমরমা বাড়ছে

বাড়ছে আবার বাইরের খাবারের বিক্রি।আর এতেই বাড়ছে শঙ্কা।বেশ কিছুদিন ধরে বন্ধ ছিলো বাইরের খাবারের বিক্রি।লকডাউনের প্রথমদিকে তো একেবারেই বন্ধ ছিলো বাইরের খাবার।মমো ফুচকা প্রভৃতি খাবারের বিক্রেতারা বিক্রি করছিলো আলু,পেয়াজ রসুন প্রভৃতি।কিন্তুু আজ লকডাউন পার হয়ে গেছে আড়াই মাসের উপরে।আবার পুরানো ব্যাবসায়ে ফিরে আসছেন ঝালমুড়ি এবং ফুচকা ওয়ালা।আর এতেই আপত্তি সাধারন মানুষের।তাদের মতে আবার এই সব বাইরের খাবার বিক্রি শুরু হলে সংক্রমনের আশঙ্কা বেড়ে যাবে,তাই সবাই চাইছেন তাদের দিকে তাকিয়েও অন্তত কিছুদিনের জন্য হলেও এই বাইরের খাবারের ব্যাবসা বন্ধ রাখতে।

মন্তব্যসমূহ