উত্তরবঙ্গের দিন প্রতিদিন

এই মুহুর্তের খবর এক ঝলকে

মানবিক মুখ



 সমাজের উপকার করে চলেছেন সমাজসেবী বাপন ঘোষ।এই আড়াইমাস লকডাউনের বাজারে প্রতিদিনই মানুষের জন্য করে চলেছেন সেবামুলক কাজ।পাশে দাড়াচ্ছেন অসহায়দের।দিয়ে চলেছেন ভরসা। রবিবার শিলিগুড়ি হাকিমপাড়ার উদয় প্রতিবন্ধী স্কুলে ৩০ জন পড়ুয়াদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিলি করেন তিনি। এদিন এই খাদ্যসামগ্রী পেয়ে খুশি ছাত্রছাত্রীর পরিবার পরিজনেরা


ভাত,ডাল, আলুভাজা এবং ডিমের ঝোল এই ছিলো শিলিগুড়ির ৪১ নং ওয়ার্ডের পক্ষ থেকে সাধারন মানুষের জন্য তৈরী মেনু।দুপুর ১২ টা থেকে লোক আসতে শুরু হল,বেলা ৪  টেপ চলল বিতরনী অনুষ্ঠান।প্রায় সাড়ে সাতশো  মানুষ খেয়ে গেলেন।কাউনসিলার অলোক ভক্ত জানালেন এখন রোজ খাওয়াতে পারছি না,সপ্তাহে দুদিন করে খাওয়াচ্ছি তবে আয়োজন করছি প্রায় হাজার লোকের।দেখা যাক কতদিন চালাতে পারি।

মন্তব্যসমূহ