উত্তরের দিন প্রতিদিন

উদ্ধার টিয়া পাখি



বিক্রীর আগেই বনদফতরের তৎপরতায় উদ্ধার ৩০ টি ময়না এবং ১০ টি টিয়া পাখি।বুধবার গভীর রাতে মরাঘাট রেঞ্জের কাছে গোপন সুত্রে খবর আসে স্থানীয় এক বাড়িতে বন্য পাখি আটক করে রাখা হয়েছে এবং সেগুলি বিক্রীর চেষ্টা করা হয়েছে।খবর মিলতেই বনকর্মীরা অভিযানে নামেন, মারাঘাট রেঞ্জার রাজকুমার পালের নেতৃত্বে।অভিযান  চালিয়ে উদ্ধার হয় খাঁচা বন্দী অবস্থায় ময়না ও টিয়া পাখি। রেঞ্জ অফিসের কাছেই  পাখি পাচার চক্র ডেরা বেধে ছিল বলে জল্পনা শুরু হয়েছে। গয়েরকাটা সমাজপাড়ার ঐ বাড়ি থেকে এই পাখিগুলি বিক্রী করা হতো বলে জানা গিয়েছে।রেঞ্জ অফিসার রাজ কুমার পাল বলেন এদিন উদ্ধার করা হয় ৩০ টি ময়না পাখিও  ১০ টি টিয়া পাখি। পাখি গুলিকে বিভিন্ন জায়গায় চাড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে ছিল বলে বনদপ্তর সূত্র খবর। তবে এদিনের অভিযানের খবর পেয়ে ঐ বাড়ির মালিক পালিয়ে যায়।ঘটনার বিষয়ে থানায় অভিযোগ জানানো হবে।

মন্তব্যসমূহ