দক্ষিনবঙ্গের দিন প্রদিন

ডায়মন্ড হারবারে গরম থেকে বাঁচতে মন্দিরে

ঘরেতে নেই বিদ্যুৎ এর সরবরাহ গত ২০ মে'র আম-পান ঝড়ের পর থেকে , কবে আসবে কোন ঠিক নেই । তাই বাচ্ছা থেকে বড়রা  দিনের বেলাটা কাটাচ্ছেন পাড়ার মন্দির চত্বরে লুডো খেলে। ডায়মন্ড হারবার পৌরসভার ১ নং ওয়ার্ডের রামরামপুর মন্ডল পাড়ার চিত্রটা  ঠিক এই রকম।
সংবাদ ও ছবিঃ সমীরণ দাস 

মন্তব্যসমূহ