উত্তরবঙ্গের দিন প্রতিদিন

খবর এক নজরে

১৭ মে, শিলিগুড়ি।


আজ সকালে শিলিগুড়ির 4নং ওয়ার্ডকে জীবানুমুক্ত করা হল।আজ সকালে কিশোর সংঘ club এর উদ্যেগে 4নং ওয়ার্ড সম্পুর্ন জীবানুমুক্ত করা হল।পুরসভা থেকে কর্মচারীদের উদ্যেগে আজ সম্পুর্ন সানেটাইজ করা হয়।ওয়ার্ডের বিভিন্ন জঙ্গলে ষ্প্রে করা হয়।ওয়ার্ড কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তিনদিন ধরে এই জীবানুনাষক ষ্প্রে করাহবে।

করোনা ভাইরাসের সাথে মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে শিলিগুড়ি পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । তাদের উদ্যোগে আজ ঐ এলাকার নাগরিকদের খাদ্য দ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হল পর্যটনমন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে।বাঘাযতিন clubএর পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউন যতদিন চলবে ততদিন চালানো হবে এই ত্রান।

দুস্থদের পাশে দাড়ালেন শিলিগুড়ির অর্জুন মান্তুু ঘোষ।আজ নিজের দায়িত্ব নিয়ে প্রায় 125টি দুস্থ পরিবারকে দু সপ্তাহের খাবার তুলে দেন প্রাক্তন এই মহিলা টেবিল টেনিস খেলোয়ার।পরে মান্তুু ঘোষ জানান আমি লকডাউনের পর থেকেই নিজে চেষ্টা করছি মানুষের পাশে দাড়ানোর।আমি আমার সামর্থ অনুযায়ী চেষ্টা করে যাব যতদিন লকডাউন চলবে।ষক্ষ

নিজস্ব বাজার তৈরী করে সাধারন মানুষের হাতে পৌছে দিলো শিলিগুড়ির ভক্তিনগর পুলিশ।আজ ভক্তিনগর এলাকাতে সর্বসাধারনের জন্য  বিনে পয়সার বাজারের আয়োজন করে ভক্তিনগর পুলিশ।গোটা এলাকা থেকে বহু মানুষ এসে নিজেদের পছন্দমতো সবজী নিয়ে চলে যান।বিনে পয়সাতে বাজার নিয়ে খুশি মানুষ।এইরকম আরো বিনে পয়সার সবজী পেলে খুশি হবেন তারা।

মন্তব্যসমূহ