উত্তরবঙ্গের দিন প্রতিদিন





লক ডাউনে মন্দিরে জামাইষষ্ঠী

শিলিগুড়ি,২৮ মেঃ  এবছর লকডাউনের জেরে  জামাইষষ্ঠীর  দিনে অনেক মেয়ে-জামাই যেতে পারছে না বাড়িতে। তাই জামাইষষ্ঠীতে পুজো দিয়ে পরিবারের মঙ্গলকামনায় ব্রতী তারা।

যদিও এই লকডাউনে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভক্তদের। তাই বাইরে থেকেই তারা পুজোর সামগ্রী তুলে দিচ্ছেন পুরোহিতদের হাতে, পুজোর পরে আবার বাইরে এগিয়ে দেওয়া হচ্ছে পুজোর থালা। লকডাউনে বাড়িতে যেতে না পারার দুঃখ ভুলতে পুজোতেই মনসংযোগ করছেন তারা।

মন্তব্যসমূহ