মালদার দিন প্রতিদিন

দুস্থদের পাশে নারী শক্তি

গোপাল মৈত্র, মালদা,২৯মেঃমালদায় নারী শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজ ২০০ টি দুঃস্থ পরিবারের হাতে প্রদান করা হলো  চাল, ডাল, চিড়া,আলু , পেঁয়াজ ,হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি । এই বছরই ফেব্রুয়ারি মাসে মৌসুমী পারভীন নামে একজন স্বহৃদয় মহিলা এবং তার কিছু বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে নারী শক্তি ফাউন্ডেশন নামে একটি সমাজসেবী দল তৈরি করেন। প্রথমত তারা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দুঃস্থ পরিবারের এই দুর্দিনে দু'বেলা আহার বন্দোবস্ত করে দেয়। এছাড়া মালদা শহরের বিভিন্ন গ্রাম, বিভিন্ন পঞ্চায়েত এলাকা ,শহর অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে দুস্থ পরিবার দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়। সমগ্র বিশ্ব তথা আমাদের দেশেও করোনা ভাইরাসের থাবা পড়েছে জোরালোভাবে। এই পরিস্থিতিতে শ্রমিক মজদুর রিকশাচালক ভ্যানচালক লোকের বাড়ি কাজ করে খেটে খাওয়া মানুষ যারা বর্তমানে  রোজগার হীন হয়ে পড়েছে তাদের পরিবারে দুমুঠো আহারের ব্যবস্থা করে দিয়েছেন নারী শক্তি ফাউন্ডেশন। মালদা শহরের আরাপুর, কাজলদীঘি, নরসিংহপুর, বাজরা বান ছাড়াও আরো বহু জায়গাতে মানুষের হাতে খাদ্য তুলে দিতে সচেষ্ট হয়েছে এই নারী শক্তি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মৌসুমী পারভীন জানান শুরুর দিকে তারা ৫ জন সদস্যদের সহযোগিতা  দিয়ে এই ফাউন্ডেশন শুরু করেছিল সোশ্যাল মিডিয়ার দাঁড়া যার সদস্য সংখ্যা বর্তমানে ১০ হাজার। এই সকল সদস্যদের সক্রিয় সাহায্য তাদের এই প্রচেষ্টাকে জোরালো করেছে বলেই জানান মৌসুমী পারভিন । তাদের এই উদ্যোগে আজ  সাড়া দিয়ে মালদার প্রাক্তন মন্ত্রী ও ইংলিশবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে তাদের এই কর্মসূচিতে যোগদান করতে দেখা যায়। তার এই উপস্থিতিতে স্বভাবতই খুশি এই নারী শক্তি ফাউন্ডেশন এর সদস্যাগণ।  তিনি আরো বলেন এই লকডাউন এর জন্য যত দুঃস্থ পরিবার রয়েছে তাদের সবাইকে এভাবেই সাহায্য করে যাবে পরবর্তীতে। এই দুরবস্থার দিনে নারী শক্তি ফাউন্ডেশন এর মত একটি সমাজসেবী সংস্থাকে নিজেদের পাশে পেয়ে স্বভাবতই খুশি ত্রাণ গ্রহণ করতে আসা  এই ২০০ টি দুস্থ পরিবার।



মন্তব্যসমূহ