উত্তরবঙ্গের দিন প্রতিদিন


লক ডাউনে উত্তরবঙ্গের মোবাইল ব্যবসা সংকটে


শিলিগুড়ি,২৮মে: লক ডাউনে সমস্যায় ভুগছে সকলেই।ভুগছেন মোবাইলের দোকানগুলিও।তিন থেকে চার মাস থেকে দোকানে বিক্রি প্রায় নেই বললেই চলে।জানালেন হিলকার্ড রোডের এক বিখ্যাত দোকান মালিক।অবস্থা এমন জায়গায় গেছে যে কর্মীদের মায়না দেওয়াই মুষ্কিল হয়ে গেছে।আগের বিক্রির প্রায় অর্ধেকের বেশী বিক্রি কমে গেছে,আমাদের এখন দোকান বন্ধ করতে হচ্ছে 4/5টার মধ্যে।বিক্রি কমে গেছে,এমনকি মোবাইলের অন্যান্য জিনিস আগে যেভাবে বিক্রি হত তার অর্ধেকও বিক্রি হচ্ছে না।এভাবে চললে আমাদের দোকান বন্ধ করে দিতে হবে।শিলিগুড়ি বিধান মার্কেটের সবকটি দোকানে একই অবস্থা।অনেক দোকান এখন একদিন পর পর খুলছে,সবমিলিয়ে মোবাইল ব্যাবসায়ীরা চরম অনিশ্চয়তার পথে চলছেন।এখন উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বেশী মোবাইল বিক্রি হয় শিলিগুড়িতে,সেই শিলিগুড়িতেই মোবাইল ব্যাবসা অনিশ্চয়তার পথে।

মন্তব্যসমূহ