মালদার দিন প্রতিদিন

পরিযায়ী শ্রমিকদের পেট ভর্তি ভাতের ব্যবস্থা



গোপাল মৈত্র, মালদা, ৩১মেঃ  আজ মালদা  কানির মোড়ের তৃণমূল কার্যালয়ে গরীব ও দুঃস্থ মানুষদের খাসির মাংস ভাত খাওয়ার ব্যবস্থা করলেন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা ইংলিশ বাজার পৌরসভার উপ পৌর প্রধান  বাবলা সরকার। প্রতিদিন প্রায় ১০০০ থেকে ১২০০ মানুষদের দুবেলা পেট ভোরে বসে খাবার ব্যবস্থা করেছেন তিনি। তিনি বলেন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কানির মোড় সহ গৌরকন্যা বাস স্ট্যান্ডে যে সকল পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন তাদেরও খাবারের ব্যবস্থা করে চলেছেন তিনি। মালদা টাউন স্টেশনেও যে সকল পরিযায়ী শ্রমিকরা ফিরছেন তাদের ও খাওয়ানো হচ্ছে প্রতিদিন। আজ দুমাসেরও বেশী দিন ধরেই চলছে এই কর্মসূচি এবং আগামী দিনে স্বাভাবিক জীবন যাপন শুরু না হাওয়া অব্দি এই ভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি মানুষকে সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস দেন।  পৌরসভার মেয়াদ শেষ হবার পর সি আই সি বোর্ডের ৪ জন সহ মোট ৬ জনকে নিয়ে প্রশাসক কমিটি গঠন করা হয়েছে,  নতুন করে দায়িত্ব ভার পেয়েছেন বাবলা সরকার এবং আজও একই ভাবে মানুষের সেবায় নিযুক্ত রেখেছেন নিজেকে।
নিজে  রান্নায় হাত লাগিয়ে গরীব মানুষদের বসে খাওয়ানোর এই প্রয়াস অতুলনীয় বলে ব্যাখ্যা করছেন অনেকেই। পশ্চিমবঙ্গের সকল জেলার তুলনায় এত দিন ধরে এত মানুষদের একইভাবে খাওয়ানোর ব্যবস্থায় হয়তো শীর্ষ স্থানেই পৌঁছেছে বাবলা সরকার বলে ধারণা অনেকের।

মন্তব্যসমূহ