উত্তরবঙ্গের দিন প্রতিদিন



মুক্তি পেয়েও বন্দী আবার


শিলিগুড়ি,১৯ মেঃ
প্রায় ২ মাস থেকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিলেন অসমের ডিমাপুরের পাঁচ যুবক।গতকাল রাতে জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি যাওয়ার জন্য হন্যে হয়ে শহরের রাস্তায় ঘুরেছে এই পাঁচ যুবক।কিন্তু বাড়ি যাওয়ার কোনও উপায় তারা পায়নি।


এদিকে জলপাইগুড়ি রোড স্টেশন এলাকার স্থানীয় বাসিন্দারা এই পাঁচ যুবককে ঘোরাঘুরি করতে দেখে খবর দেয় গ্রীন জলপাইগুড়ি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে।সেই সংগঠনের সদস্যরা এসে এই পাঁচ যুবকের খাবারের ব্যবস্থা করে পাশাপাশি যতদিন তারা বাড়ি ফিরতে না পারছেন ততদিন তাদের থাকা খাওয়ার দায়িত্ব নেয়।
[ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ বাবুপাড়াতে প্রায় 300জন দুস্থদের হাতে তুলে দেওয়া হল নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।  এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসিপি(ডিডি ২) রাজেন ছেত্রী সহ এনজেপি থানার ওসি অনির্বাণ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।

প্রসঙ্গত, লকডাউনের পর থেকে দুঃস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

মন্তব্যসমূহ