উত্তরবঙ্গের দিন প্রতিদিন

শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক হলেন অশোক ভট্টাচার্য


শিলিগুড়ি,১৮ মেঃ ‘রাজ্য সরকারের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করবে প্রশাসক মন্ডলী’।সোমবার প্রশাসক পদে দায়িত্ব নিয়ে এমনটাই বললেন প্রশাসক অশোক ভট্টাচার্য।
উল্লেখ্য,করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন।এমন পরিস্থিতিতে এ রাজ্যে স্থগিত রাখা হয়েছে পুর নির্বাচন।ইতিমধ্যে সমস্ত পৌরসভা ও পুরনিগম পাঁচ বছর অতিক্রান্ত করেছে।যে কারণে প্রশাসক বসিয়ে পুরনিগম ও পৌরসভা চালাবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গত ১৭  মে শিলিগুড়ি পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।শিলিগুড়ি পুরনিগমেও প্রশাসক মন্ডলী নির্বাচন করা হয়েছে নিয়ম মেনে।প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে অশোক ভট্টাচার্যকে।এছাড়াও ৬ জন মেয়র পারিষদকে প্রশাসক মন্ডলীতে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ