উত্তরবঙ্গের কিছু খবর একনজরে
আজ বিধান নগর ভবঘুরেদের পাশে মানবিক ছাত্রী সাধনা ঘোষ
বিধান নগর মে: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী সাধনা ঘোষ। এবার দেখা গেল তার মানবিক রূপ। তিনি তার বাস ভাড়ার টাকা বাঁচিয়ে বিধান নগর মুরালিগঞ্জ এলাকার ভবঘুরে এবং ডিউটিরত পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের আজ মাংস ভাত খাওয়ালেন।
সাধনা ঘোষ বলেন, যেহেতু এখন লকডাউনের জন্য ক্লাসে যাতায়াত করতে হচ্ছেনা, তাই প্রতিমাসেই বাবার কাছ থেকে তিনি যে হাতখরচের টাকা পান সেই দিয়ে আজকে তার এই আয়োজন।
সাধনা ঘোষের মা সরস্বতী ঘোষ মেয়ের এই কাজে খুব খুশি। তিনি বলেন, মেয়ে কয়েকদিন ধরেই বলছিল জমানো টাকা দিয়ে কিছু করবে, তাই মেয়ের আজকের এই আয়োজন। বিধান নগর সন্তোষিনী বিদ্যাচক্রের সভাপতি ঝর্ণা সরকার বলেন, "মানবিক ছাত্রী সাধনা ঘোষ।"
পুলিশ কর্মী তথা সমাজসেবী বাপন দাসের অনুপ্ররেণায় অনুপ্রাণিত হয়ে আজ আরো এক ছাত্রীর মানবিক রূপ প্রকাশ পেল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন